ইন্টারনেট কি? ইন্টারনেটের মালিক কে? ইন্টারনেট কি কোনো নির্দিষ্ট কোম্পানি বিক্রি করে থাকে? ইন্টারনেট কি নির্দিষ্ট কোন দেশ থেকে আসে? এই প্রশ্ন গুলো ঘুরে ফিরে আমাদের মনে প্রায়শই আসে। চলুন খুব সহজ ভাষায় এই প্রশ্ন গুলোর উত্তর আসলে কি জানার চেষ্টা করি।

 

ইন্টারনেট কি?

ইন্টারনেট শব্দটি আসলে ইন্টার নেটওয়ার্কিং এর সংক্ষিপ্ত রুপ। কিন্তু ইন্টার নেটওয়ার্কিংটাই বা কি ? ইন্টারনেটওয়ার্কিং হচ্ছে একাধিক নেটওয়ার্ক এর মধ্যে তথ্যের আদান প্রদান করা। এখন আবার প্রশ্ন চলে আসে নেটওয়ার্ক কি? খুবই সহজেই আপনি নেটওয়ার্ক কি বুঝতে পারবেন এই উদাহরণটি থেকে ধরুন আপনার কাছে ৫ বা ৬ টি কম্পিউটার আছে । আপনি সব গুলো কম্পিউটার এমন ভাবে কানেক্ট করলেন যেন প্রতিটি কম্পিউটার একে অপরের সাথে তথ্য আদান প্রদান করতে পারে। যদি তথ্য আদান প্রদান করতে আপনি সক্ষম হন তাহলে আপনি ৫ থেকে ৬ টি কম্পিউটারের একটি নেটওয়ার্ক তৈরী করলেন। আপনার নিজস্ব একটি নেটওয়ার্ক। এখন ধরুন আপনার আরেক বন্ধু আপনার বাসার দ্বিতীয় তলায় থাকে তিনি ও তাঁর বাসায় এই ধরনের ৫ বা ৬ টি কম্পিউটারের একটি নেটওয়ার্ক তৈরি করেছেন।

 

একাধিক নেটওয়ার্ক এর মধ্যে তথ্যের আদান প্রদানই ইন্টারনেট

এখন আপনি যদি আপনার বন্ধুর সাথে যোগাযোগ করতে চান তাহলে আপনার বাসার কম্পিউটার থেকে আপনার বন্ধুর বাসার কম্পিউটারে তথ্য আদান প্রদান করতে হবে। যদি আপনি তথ্য আদান প্রদান করতে সক্ষম হন তাহলে বুঝতে হবে যে আপনি আপনার নেটওয়ার্ক থেকে আপনার বন্ধুর নেটওয়ার্কে অর্থাৎ দুইটি নেটওয়ার্ক এর মধ্যে তথ্য বিনিময় করতে পেরেছেন। এই যে দুই নেটওয়ার্ক পরস্পরের মধ্যে তথ্য বিনিময় করলো সেটাকেই আমরা বলছি ইন্টারেনেটওয়ার্কিং বা ইন্টারনেট।

গুগল এবং ফেসবুকের রয়েছে নিজস্ব নেটওয়ার্ক

ঠিক একইভাবে বিশ্বে অগণিত নেটওয়ার্ক পরস্পরের সঙ্গে তথ্য আদান প্রদান করছে। এই যে আপনি ঘরে বসে ফেসবুকের নিউজ ফীড স্ক্রল করছেন, ইউটিউবে ভিডিও দেখছেন এই সব কিছুই সম্ভব হচ্ছে তথ্য আদান প্রদানের মধ্য দিয়েই। ফেসবুক এর রয়েছে নিজস্ব নেটওয়ার্ক, গুগল এর রয়েছে নিজস্ব নেটওয়ার্ক। আপনি ঘরে বসে যখন বিভিন্ন মাধ্যম এর সাহায্যে এই সব নেটওয়ার্কের সাথে তথ্য আদান প্রদান করছেন তখনই আমরা একে বলছি ইন্টারনেটওয়ার্কিং বা ইন্টারনেট। বিভিন্ন মাধ্যম হিসেবে এখানে ব্যবহার হচ্ছে সাবমেরিন ক্যাবল, স্যাটেলাইট, অপ্টিক্যাল ফাইবার ইত্যাদি নানান মাধ্যম যাদের সহায়তায় সম্ভব হচ্ছে বিশ্বের অগণিত নেটওয়ার্কের মধ্যে তথ্যের এই আদান প্রদান।

ইন্টারনেটের মালিক কে?

তারমানে ইন্টারনেটের আসলে নির্দিষ্ট কোন মালিক নেই অর্থাৎ কোন নির্দিষ্ট ব্যক্তি বা কোন নির্দিষ্ট কোম্পানি বা কোন নির্দিষ্ট দেশ ইন্টারনেটের মালিক এ কথা বলা যাবে না বরং আমার আপনার প্রত্যেকের অংশগ্রহণেই তৈরি হয়েছে বিশ্বের এই ইন্টারনেট ব্যবস্থা। ইন্টারনেটের মালিক আমি আপনি আমরা সবাই।